কি কারণে পুরুষের চুল পড়ে যায়

চুল পড়া ছেলে মেয়ে উভয়ের একটি সাধারণ সমস্যা। কিন্তু দ্রুত টাক হয়ে যাওয়া সমস্যাটি বেশির ভাগ সময় ছেলেদের দেখা দেয়। চুল মানুষের সৌন্দর্যের অন্যতম একটি অংশ। অল্প বয়সে মাথায় টাক দেখা দেওয়া নিয়ে পুরুষদের চিন্তার শেষ নেই। এই টাক ঢাকার জন্য পুরুষরা কত কিছু করে থাকেন।
 চুল
পুরুষের চুল পড়ে যাওয়ার কারণ কি

কি কারণে পুরুষের চুল পড়ে যায়

ডাক্তারী গবেষণায় দেখা গেছে প্রায় ৪২% পুরুষরা ৩৫ বছর বয়সে মাথায় টাক দেখা দেয়। প্রতিটা পুরুষ জীবনের একটি নির্দিষ্ট সময়ে এক সাথে অনেক টাক হয়ে যায় ।
আমরা অনেক সময় এই চুলের বিষয় নিয়ে বিভিন্ন ভূল ধারণা করে থাকি, তািই আমরা এখন অাপনাদের কাছে এর সঠিক কারণগুলো তুলে ধরব। বিভিন্ন কারণে পুরুষদের চুল পড়তে পারে।
তার মধ্যে অন্যতম কিছু কারণ নিয়ে আজকের এই ফিচার।
১। পুরুষদের টাক পড়ার প্রধান কারণ হয় বংশগত বা জিনেটিক। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পুরুষের শরীরে androgens নামক একটি হরমোন টাক পড়ার জন্য দায়ী। এই হরমোনটি চুলের বৃদ্ধির গতি বজায় রাখে।
২। ভিটামিনের অভাবে কারণে অনেক সময় চুল পড়তে পারে। তাই নিয়মিত ভিটামিন যুক্ত খাবার খাওয়া উচিত।
৩। স্ট্রেস অথবা মানসিক চাপ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্ট্রেস শুধু স্বাস্থ্যের জন্য চুলের জন্যও ক্ষতিকর। দীর্ঘদিন অতিরিক্ত টেনশন চুল পড়ার আরেকটি কারণ।
৪। চুল পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু করার প্রয়োজন। কিন্তু প্রতিদিন শ্যাম্পু করলে অনেক তা সময় চুলের ক্ষতির কারণ হয়ে থাকে। শ্যাম্পুতে থাকা ক্ষতিকর ক্যেমিক্যাল উপাদান চুলের পড়ে যাওয়া বৃদ্ধি করে।
৫। থাইরয়েডের সমস্যার কারণেও অতিরিক্ত চুল পড়তে পারে। এটি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থি। মেটাবলিজম এবং মস্তিষ্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় হরমোন তৈরি করা থাইরয়েডের কাজ। Hypothyroidism কারণে এটা বৃদ্ধি পেতে পারে বহুগুণ। হঠাৎ করে এটা পড়া বৃদ্ধি পেলে থাইরয়েড পরীক্ষা করিয়ে নিন।
৬। বিভিন্ন ত্বক সমস্যা যেমনঃ লুপার ইরায়থমেটাস (মাথার ত্বকের রোগ) কারণেও মাথায় টাক দেখা দিতে পারে।
৭ । কেমোথেরাপি নিলে, মহিলাদের মেনোপজ হলে অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেলে,অতিরিক্ত ডায়েট কন্ট্রোল করলে , ব্যাকটেরিয়া বা ছত্রাক জনিত ইনফেকশনের কারণে,চুলের অযত্ন হলে সে কি আর থাকে মাথায় ?

আমাদের সাথে থাকুন আর উপভোগ করুণ নিয়মিত সকল  নতুন নতুন খবর

আপনি আপনার ইমেইল আমাদের সাইটে সবস্ক্রাইব  করে নিতে পারেণ

অনলাইনে সকল খেলা সরাসরি দেখতে এই লিংঙ্কে প্রবেশ করুণ

Share this

Related Posts

Previous
Next Post »